বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়ার দাবি জবি নীল দলের

ফাইল ছবি

করোনাকালীন সংকট উত্তরণে অনলাইন কিংবা বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির নীল দলের একাংশ।

রোববার (৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের একাংশের সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন ও সাধারণ সম্পাদক ড. সিদ্ধার্থ ভৌমিক এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলা হয়, গত ৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীল দলের কার্যনির্বাহী সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের আলোকে আমরা শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। করোনাকালীন সংকট উত্তরণে অনলাইন কিংবা বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেয়ার দাবি জানাচ্ছি। একই সঙ্গে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।