পয়েন্ট হারালো চেলসি


প্রকাশিত: ০৬:০৬ এএম, ৩০ নভেম্বর ২০১৫

চলতি মৌসুমে হতাশার প্রতিচ্ছবিই যেন প্রতিনিয়ত ফুটে উঠছে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেলসির। রোববার টটেনহামের বিপক্ষে গোলশূন্য ড্র করে আবারও পয়েন্ট হারিয়েছে মরিনহোর শিষ্যরা।  

হোয়াইট হার্ট লেন স্টেডিয়ামে ম্যাচের ১৮তম মিনিটে পাল্টা আক্রমণে জোরালো শট নিয়েছিলেন ইংলিশ ফরোয়ার্ড কেন। শেষ মুহূর্তে সেটা কোনোমতে ঠেকান চেলসি গোলরক্ষক। এর আগে প্রথম ২০ মিনিটে দুটি সুযোগ পেযেছিল চেলসি। কিন্তু এডেন হ্যাজার্ড ও পেদ্রোর ব্যর্থতায় সাফল্য মেলেনি।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। ম্যাচে ৬৭ মিনিটে হ্যাজার্ডের নিচু ভলি ঠেকিয়ে দিয়ে চেলসিকে গোল বঞ্চিত করে স্বাগতিক গোলরক্ষক উগো লরিস। বাকি সময় আর কোন গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে।

এ নিয়ে ১৪ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট নিয়ে ১৪ নম্বর অবস্থানে চেলসি। সমান ম্যাচে পঞ্চম স্থানে থাকা টটেনহামের সংগ্রহ এক পয়েন্ট বেড়ে ২৫। ২৯ পয়েন্টে শীর্ষে ম্যানচেস্টার সিটি।

এমআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।