পিলখানা হত্যা মামলা : শেষ হলো রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন


প্রকাশিত: ০২:১০ পিএম, ২৯ নভেম্বর ২০১৫

বহুল আলোচিত বিডিআর বিদ্রোহে পিলখানা হত্যা মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে রোববার। সোমবার থেকে আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হওয়ার কথা রয়েছে।
 
রোববার হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার সমন্বয়ে গঠিত বিশেষ বেঞ্চে পিলখানা হত্যা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে সংগঠিত হত্যাকাণ্ডে দায়ের করা মামলায় সকল ডেথ রেফারেন্স ও ফৌজদারি আপিলের ওপর যুক্তিতর্ক উপস্থাপন করা হচ্ছে বলে আদালত সূত্রে  জানা গেছে।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে চলতি বছরের ১৮ জানুয়ারি হাইকোর্টে শুনানি শুরু হয়।  বিডিআর হত্যা মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন গত ৮ নভেম্বর শুরু হয়। রাষ্ট্রপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল কেএম জাহিদ সরোয়ার কাজল সাংবাদিকদের জানান, মোট একশত ২৪ কার্যদিবসে মামলায় পেপারবুক উপস্থাপন করা হয়। গত ৮ নভেম্বর এ মামলায় হাইকোর্টে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়ে আজ শেষ হয়। সোমবার থেকে আসামিপক্ষ যুক্তিতর্ক উপস্থাপন করবে।

রাজধানীর পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থিত ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ড. মো.আখতারুজ্জামান ২০১৩ সালের ৫ নভেম্বর ইতিহাসের কলঙ্কজনক এবং সর্ববৃহৎ এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।

রায়ে একশত ৫২ জনকে মৃত্যুদণ্ড, একশত ৬০ জনকে যাবজ্জীবন, দুইশত ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে (তিন বছর থেকে ১৭ বছর পর্যন্ত) কারাদণ্ড এবং দুইশত ৭৮ জনকে খালাস এবং আর ৪ জন আসামি বিচার চলাকালে মারা যাওয়ায় মামলার দায় থেকে তারা অব্যাহতি পান।

প্রসঙ্গত, ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় বিডিআর সদর দফতরে বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনাকর্মকর্তাসহ ৭৪ জন হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় প্রথমে রাজধানীর লালবাগ থানায় হত্যা এবং বিস্ফোরক আইনে দুটি মামলা হয়। পরে এসব মামলা নিউমার্কেট থানায় স্থানান্তরিত হয়। মামলায় সিআইডি দীর্ঘ তদন্ত শেষে হত্যা মামলায় ২৩ বেসামরিক ব্যক্তিসহ প্রথমে ৮২৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।