সোলার, পাওয়ার, রিয়েল স্টেট প্রদর্শনী শুরু ৩ ডিসেম্বর


প্রকাশিত: ১১:৫৯ এএম, ২৯ নভেম্বর ২০১৫

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক সোলার, পাওয়ার, রিয়েল স্টেট এবং কন এক্সপো প্রদর্শনী শুরু হচ্ছে আগামী ৩ ডিসেম্বর (বৃহস্পতিবার )। `সেমস্ গ্লোবালের আয়োজনে এই প্রদর্শনী চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
 
রোববার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সেমস্ গ্লোবাল ইউএসএ ও এশিয়া প্যাসিফিকের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক মেহেরুন এন. ইসলাম৷

মেহেরুন এন. ইসলাম বলেন, বিদ্যুৎ উৎপাদন, বিতরণ ও পরিবহন, নির্মাণ সরাঞ্জম সরবরাহ এবং দেশের মানুষের ঘর-বাড়ির নির্মাণ সামগ্রী সহজলভ্য করার লক্ষ্যে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেলা খোলা থাকবে। আগ্রহী দর্শনার্থীদের মেলাস্থল পরিদর্শনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে বলে জানান তিনি।

মেহেরুন বলেন, আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ‘১৫তম পাওয়ার বাংলাদেশ’, ‘১০তম সোলার বাংলাদেশ’, ‘১৮তম কন-এক্সপো’ এবং ‘১৬তম রিয়েল স্টেট বাংলাদেশ’ প্রদর্শনীগুলোতে দেশি-বিদেশি উদ্যোক্তারা অংশ নিবে৷ এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর পরিমানে ভোক্তা/দর্শক এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন।

তিনি বলেন, সেমস্ গ্লোবালের এই আয়োজনের মাধ্যমে উৎপাদন, আউটসোর্স, উপ-ঠিকাদারি, নকশা ও উন্নয়নের পাশাপাশি সরাসরি বিপণনের জন্য ব্যবসায়িক অংশীদার এবং পারস্পরিক সমঝোতার জায়গা খুঁজে বের করার চেষ্টা থাকবে।

ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক ও সর্বারহকারীদের মধ্যে একটি সেতুবন্ধন রচিত হবে, যেখানে ক্রমবর্ধমান চাহিদা পূরনের জন্য বিকল্প জ্বালানী গুরুত্বের সঙ্গে বিবেচিত হবে। প্রদর্শনীর পাশাপাশি বিদেশি উদ্যোক্তাগণ বাংলাদেশে বিনিয়গের পরিবেশও পর্যবেক্ষণ করবেন। বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ায় ব্যবসায়ীদের জন্য একটি মজবুত প্লাটফর্ম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রদর্শনীগুলোতে পাওয়ার জেনারেশন এবং ট্রান্সমিশন, বিকল্প শক্তি, সোলার পাওয়ার, এনার্জি এবং রিনিউবল এনার্জি খাতের সর্বাধুনিক প্রযুক্তির পাশাপশি নির্মাণ সামগ্রী, নির্মাণ কৌশল, যন্ত্রাংশ এবং গৃহায়ন ও আবাসন শিল্পের প্রদর্শন হবে।

এএস/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।