যশোর আইনজীবী সমিতি : লাল সভাপতি গফুর সম্পাদক


প্রকাশিত: ০৭:১৫ এএম, ২৯ নভেম্বর ২০১৫

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে হাড্ডাহাডি লড়াইয়ে গণতান্ত্রিক আইজীবী পরিষদের কাজী আব্দুস শহীদ লাল সভাপতি নির্বাচিত হয়েছেন। ১৭ পদের মধ্যে সাধারণ সম্পাদকসহ ৯টি পদে জাতীয়তাবাদী ঐক্য প্যানেল এবং বাকি ৭টি পদে আওয়ামী আইনজীবী পরিষদ বিজয়ী  হয়েছেন।

সভাপতি পদে গণতান্ত্রিক আইজীবী পরিষদের কাজী আব্দুস শহীদ লাল ১৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের প্রার্থী শরীফ আব্দুর রাকিব পেয়েছেন ১৮১ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে ২৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের এমএ গফুর। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী আইনজীবী পরিষদের শাহিনুর আলম শাহীন পেয়েছেন ১৬১ ভোট।

শনিবার সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সমিতির মোট ৪৬৫ জন ভোটারের মধ্যে ৪৫৩ জন ভোট দেন। পরে বিকেল ৫টা থেকে ভোট গণনা শুরু হয়ে চলে মধ্যরাত পর্যন্ত। ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের চেয়ারম্যান ইসমত হাসার।

জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের সহ-সভাপতি পদে সৈয়দ মোকাররম হোসেন ২৪৩, গোলাম হেকমত আলম ১৮৯, যুগ্ম সম্পাদক আওয়ামী আইনজীবী পরিষদের সাইফুল করিম মুকুল ২২৯, সহকারী সম্পাদক জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের এসএম আব্দুর রাজ্জাক ২২৭, সাদেকা খাতুন বিল্লু ২১২, গ্রন্থগার সম্পাদক ইলিয়াস সদত ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কার্যকরী নির্বাহী সদস্য পদে মুনছুর অর রশীদ পিংকু ২৬৩, মিতা রহমান ২৬২, মির্জা সাহেদ আলম চঞ্চল ২২১, লিয়াকত আলী চৌধুরী বাচুল ২২১, নাছির উদ্দিন ১৯৪, মাহমুদা খানম ১৯০, কামরুজ্জামান ১৯০, গোলাম নবী ১৯০ ও জাহাঙ্গীর আলম ১৮৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

মিলন রহমান/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।