যৌথ প্রযোজনার প্রচারণা নিয়ে পরিচালকের আপত্তি!
ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের ব্যানারে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘হিরো ৪২০’। ছবিটির শুটিং করতে বর্তমানে কলকাতায় রয়েছেন বাংলাদেশের পরিচালক সৈকত নাসির, অভিনেত্রী নুসরাত ফারিয়া, অভিনেতা শিমুল খানসহ আরো কয়েকজন।
যৌথ প্রযোজনার এই ছবিটি কলকাতার হয়ে পরিচালনা করছেন সুজিত মন্ডল। এসব খবর আপাতাত পুরোনো। নতুন খবর খবর হচ্ছে, হিরো ৪২০ ছবিটি নিয়ে এরইমধ্যে গড়মিলের অভিযোগ তুলেছেন বাংলাদেশি পরিচালক সৈকত নাসির।
বিষয়টি নিয়ে তিনি কিছুটা ক্ষুব্ধ হয়ে জানান, ‘হিরো ৪২০’ ছবির প্রচারের ক্ষেত্রে কলকাতায় বাংলাদেশি পরিচালকের নাম কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান জাজের নাম ব্যবহার করা হচ্ছে না। সেখানকার টাইমস অব ইন্ডিয়া, বর্তমান পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও এসকে মুভিজের ফেসবুক পেজে বাংলাদেশি পরিচালক, প্রযোজক কিংবা নুসরাত ফারিয়া ছাড়া অভিনয়শিল্পীরও নাম নেই। ছবিটির প্রচারের ক্ষেত্রে এই গড়মিল সংশ্লিষ্ট পরিচালক হিসেবে তার কাছে দৃষ্টিকটু লাগছে।
সৈকত নাসির যৌথ প্রযোজনার নিয়ম নীতিকে তোয়াক্কা না করে এমন গরমিলের প্রতিকার চেয়েছেন জাজ কর্তৃপক্ষের কাছে।
পরিচালক ফেসবুকের মাধ্যমে জাগো নিউজকে আরো বলেন, ‘বাংলাদেশের বিষয় নিয়ে বরাবরই উদাসীন ভারতীয় গণমাধ্যম। কোনোদিনই এখানে সঠিক নিউজ প্রকাশ হয় না। সেই ধারাবাহিকতাই বজায় রইল হিরো ৪২০ ছবিটিতে। আমি এসকে মুভিজের সাথে কথা বলেছি। তারা বলেছে এটা ভুল বোঝাবুঝি। শিগগিরই তারা যৌথ প্রযোজনার এই ছবিটি নিয়ে ভারতীয় গণমাধ্যমে সঠিক তথ্য উপস্থাপনের ব্যবস্থা নিবেন।’
এদিকে এ ব্যাপারে জানার জন্য জাজের সিইও আলিমুল্লাহ খোকনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখনো কিছু জানি না। যদি তারা কলকাতায় যৌথ প্রযোজনার কথা না উল্লেখ করে প্রচারণা চালিয়ে থাকে সে ব্যাপারে আমরা তাদের সাথে কথা বলবো এবং তারপর যদি সে দেশে যৌথ প্রযোজনার কথা না উল্লেখ করা হয় তবে আমরাও এদেশে তাদের নাম ব্যবহার করবো না।’
কিন্তু দুই দেশের সম্মিলিত নির্মাণের ছবিতে কোনো দেশই অন্য দেশটিকে এড়িয়ে যেতে পারে না। এমন প্রশ্নে চুপ থাকেন জাজের এই কর্মকর্তা।
প্রসঙ্গত, হিরো ৪২০’ ছবিতে বাংলাদেশের অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন নুসরাত ফারিয়া, আহমেদ শরীফ, শিমুল খান, তানভীর, রেবেকা, জিয়া এবং বিশাল।
অন্যদিকে কলকাতা থেকে রয়েছেন ওম, রিয়া সেন, আশীষ বিদ্যার্থী, প্রদীপ রাওয়াত, তুলিকা বসু, শুভাশীষ মুখার্জি এবং পার্থ স্বাতী।
এনই/এলএ