খালেদা জিয়ার সঙ্গে চীনা প্রতিনিধি দলের সাক্ষাত


প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৬ নভেম্বর ২০১৫

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সফররত চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দল। বৃহস্পতিবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশানের বাসভবনে ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চীনা কমিউনিস্ট পার্টির বিশেষ দূত ও দলটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী মন্ত্রী চিয়ান ফেং জিয়াংয়ের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘সম্প্রতিক পরিস্থিতি নিয়ে অব্যশই আলোচনা হয়েছে। বর্তমান পরিস্থিতি নিয়ে কীভাবে এ দেশ উন্নয়ণের পথ থেকে দেশে দূরে সরে যাচ্ছে সে বিষয়গুলো তাদের দৃস্টি আকর্ষণ করেছি। পাশাপাশি দেশে যদি রাজনৈতিক স্থিতিশীলতা না থাকে অর্থনীতি, সমাজনীতি, নিরাপত্তা ঝুঁকিসহ নানা রকম জটিলতা দেখা দিতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন চীনের সঙ্গে যে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো নেয়া হয়েছিল সফলতার সঙ্গে অনেকগুলো সমাপ্ত হয়েছে। বাকিগুলো চালু রয়েছে।

চীনের প্রতিনিধি দলের অন্যান্য সদস্য মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন- চীনা কমিউনিস্ট পার্টির ডিরেক্টর  জেনারেল ইয়ান ঝিবিন, ডিরেক্টর ইয়ান রিঢং, ভাইস মিনিস্টারের সচিব লিও ইয়াং ঝি, কমিউনিস্ট পার্টির সহ-সম্পাদক টান উই, পার্টির রাজনৈতিক কর্মকর্তা হিহি প্রমুখ।

বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির  লে. জেনারেল (অব) মাহবুবুর রহমান, ড. আব্দুল মঈন খান,  চেয়ারপারসনের উপদেষ্টা এম ওসমান ফারুক, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহমেদ, শামা ওবায়েদ প্রমুখ।

আরএম/এসএইচএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।