আগে আয় পরে কোর্স ফি
‘আগে আয় পরে কোর্স ফি’ নামের একটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে ক্রিয়েটিভ আইটি। প্রাথমিক অবস্থায় ১৫০ জন অসচ্ছল ও মেধাবী তরুণের নিশ্চিত আয়ের লক্ষ্যে এ প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।
বিশেষ এই প্রশিক্ষণে নির্বাচিত অংশগ্রহণকারীরা কোর্স সম্পন্ন করে আয় করার পর তাদের কোর্স ফি পরিশোধ করতে পারবেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনেকেরই প্রচণ্ড আগ্রহ থাকা সত্ত্বেও শুধু আর্থিক সংকটের কারণে কোর্স করে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন না। সেই সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই উদ্যোগ।
সূত্র আরও জানায়, এই প্রকল্পে অংশগ্রহণকারীদের ন্যূনতম এসএসসি পাস ও কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে। কোর্সগুলোর মধ্যে থাকবে গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, অ্যাপস ডেভেলপমেন্ট এবং এসএইও।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফোন কলের মাধ্যমে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে।
এই কোর্সে অংশ নিতে চাইলে আগামী ৫ ডিসেম্বরের মধ্যে https://goo.gl/3szv7t ঠিকানায় নিবন্ধন করতে হবে।
এসইউ/পিআর