এনটিআরসিএ’র মৌখিক পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫১ পিএম, ০৩ এপ্রিল ২০২১

দেশে করোনা পরিস্থিতি বেড়ে যাওয়ায় এবার ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক স্থগিত করা হয়েছে। আগামী রোববার (৪ এপ্রিল) থেকে এ পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে শিক্ষক নিয়োগের অনলাইন আবেদন চলমান থাকবে বলে বেসরকারি শিক্ষক নিবন্ধন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) থেকে জানানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে এনটিআরসিএ’র চেয়ারম্যান আশরাফ উদ্দিন শনিবার (৩ এপ্রিল) জাগো নিউজকে বলেন, ‘আগামীকাল রোববার থেকে ১৬তম শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ পরীক্ষা স্থগিত রাখা হবে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় এ পরীক্ষা শুরু করা হবে। সেক্ষেত্রে প্রার্থীদের মোবাইলে এসএমএস ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে আগেই জানিয়ে দেয়া হবে।’

তিনি বলেন, ‘করোনার কারণে মৌখিক পরীক্ষা বন্ধ থাকলেও তৃতীয় ধাপে শিক্ষক নিয়োগ কার্যক্রম চলমান থাকবে। নির্ধারিত সময় পর্যন্ত অনলাইনে আবেদন চলবে।’ এ সময়ের মধ্যে চাকরি প্রত্যশীদের আবেদন করার পরামর্শ দেন তিনি।

জানা গেছে, করোনার মধ্যে ৪০তম বিসিএস’র মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষা স্থগিত করার পর শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষা স্থগিত করার চিন্তাভাবনা করছিল এনটিআরসিএ। এর মধ্যে আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে লকডাউন ঘোষণা করায় এ পরীক্ষা স্থগিত থাকবে। তবে আজকের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।’

জানা গেছে, গত বছরের নভেম্বরে ১৬তম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে মোট ২২ হাজার ৩৯৮ জন প্রার্থী উত্তীর্ণ হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হয় ২ ডিসেম্বর থেকে। চলতি মাসের মধ্যে মৌখিক পরীক্ষা শেষ করে মে মাসের মধ্যে ফল প্রকাশ করা কথা রয়েছে। তবে লকডাউন দীর্ঘায়িত হলে এ পরীক্ষার চূড়ান্ত ফল পিছিয়ে যেতে পারে।

এমএইচএম/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।