মেসি-সুয়ারেসে বার্সার বড় জয়
চোট কাটিয়ে দলে ফেরা লিওনেল মেসি নিজেকে মেলে ধরলেন সেই চির চেনা আগের রূপে।সঙ্গে আগের মতো ছন্দে ছিলেন লুইস সুয়ারেস-নেইমার জুটি। মঙ্গলবার কাম্প নউতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি লেগে বার্সেলোনার কাছে ৬-১ ব্যবধানে উড়ে গেল এএস রোমা।
ম্যাচের ১৫ মিনিটে এগিয়ে যায় বার্সেলোনা। ব্রাজিল ফরোয়ার্ড নেইমারের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে সুয়ারেসকে দেন দানি আলভেস। সুয়ারেসের নিখুঁত শটে রোমা গোলরক্ষককে পরাস্ত করে।তিন মিনিট পরই চ্যাম্পিয়ন্স লিগে ফেরা মেসি গোলে ব্যবধান দ্বিগুণ করে নেয় বার্সেলোনা। প্রথমার্ধের শেষ দিকে উরুগুয়ে ফরোয়ার্ড সুয়ারেস গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় কাতালুনিয়ার দলটি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান আরও বাড়িয়ে নেয় ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দেয়া বার্সেলোনা । ৫৬তম মিনিটে জেরার্দ পিকে, ৫৯তম মিনিটে মেসির গোলে চ্যাম্পিয়ন্স লিগের টানা নয় ম্যাচে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বার্সেলোনার।
৭৭তম মিনিটে বক্সের মধ্যে নেইমার ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা।গোলদাতার তালিকায় নাম ওঠার সুযোগ এসেছিল নেইমারের সামনে।কিন্তু ব্রাজিলিয়ান তারকার দুর্বল শট রুখে দেন রোমা গোলরক্ষক। তবে ফিরতি শটে স্কোরলাইন ৬-০ করে দেন আদ্রিয়ানো।
৯০তম মিনিটে বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনকে পরাস্ত করেন ফরোয়ার্ড জেকো। ফলে শেষ পর্যন্ত গোল নিয়ে মাঠ ছাড়তে হলো এএস রোমাকে।
দাপুটে এ জয়ের পর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে বার্সেলোনা।
জেডএইচ/এমএস