পিএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত দেড় লক্ষাধিক


প্রকাশিত: ০১:২৯ পিএম, ২৪ নভেম্বর ২০১৫

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার দ্বিতীয় দিনে এক লাখ ৫১ হাজার ৫০৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে প্রথমদিনের চেয়ে অনুপস্থিতি বেড়েছে এক হাজার ৬১৩ জন।

অসধুপায় অবলম্বনের অভিযোগে চার পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবারের পরীক্ষা সারা দেশে সুষ্ঠুভাবে শেষ হয়েছে বলে দাবি করেছে প্রাথমিক শিক্ষা অধিদফতর।
 
প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টায় প্রাথমিকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং এবতেদায়িতে পরিবেশ পরিচিত সমাজ/ পরিবেশ পরিচিতি বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রাথমিকে ২৯ লাখ ৫০ হাজার ৯২৮ জন পরীক্ষার্থীর মধ্যে এক লাখ ১০ হাজার ১১৬ জন অনুপস্থিত ছিলো। শতকরা হিসেবে এ হার তিন দশমিক ৭৩ ভাগ।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৫৭ হাজার ৭৩৪ জন এবং ছাত্রী ৫২ হাজার ৭৪২ জন। তাছাড়া দুই জন ছাত্র ও দুই জন ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে।

অপরদিকে ইবতেদায়িতে ৩ লাখ ৬ হাজার ১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৪১ হাজার ৩৯৩ জন অনুপস্থিত ছিলো। শতকরা হিসেবে এ হার ১৩ দশমিক ৫২ ভাগ। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ২৫ হাজার ১১৬ জন এবং ১৬ হাজার ২৭৭ জন ছাত্রী।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।