রাজবাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৩ নভেম্বর ২০১৫

রাজবাড়ী জেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মাদকদ্রব্যসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা।

সোমবার দুপুর ১টার দিকে পতিতাপল্লীতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন দৌলতদিয়া ৩নং ওয়ার্ডের নতুনপাড়া গ্রামের বিনাত মোল্লার ছেলে নেহাজ মোল্লা (৩৯) ও তার সহযোগী নিজাম মোল্লার ছেলে রুবেল মোল্লা (২৭)।

রাজবাড়ী সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পতিতাপল্লীর ভিতর এলাকায় আইয়ুব মেম্বারের বাড়ি ও আজিজ মোল্লার বাড়িতে অভিযান চালিয়ে এক হাজার ৬শ ৯০ ক্যান (হল্যান্ডিয়া) বিয়ার, ১২ বোতল বিদেশি (উয়েমবেলি-লন্ডন) মদ, ২শ লিটার বাংলা চোলাই মদ, ৩০ বোতল যৌন উত্তেজক জিংক ট্যাবলেটসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত নেহাজ মোল্লা মাদক ব্যবসায়ী আইয়ুব মেম্বারের ম্যানেজার ও রুবেল তার সহযোগী। আইয়ুব মেম্বার ও আজিজ মোল্লা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন। তাদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, রাজবাড়ী পুলিশ সুপার জিহাদুল কবিরের (পিপিএম) নির্দেশে মাদকদ্রব্য নির্মূল অভিযানের অংশ হিসেবে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলামের নেতৃত্বে গোয়েন্দা (ডিবি) এস আই নিজাম উদ্দিন, এসআই কামাল উদ্দিন, এএসআই হিরণ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

রুবেলুর রহমান/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।