নওগাঁয় সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত


প্রকাশিত: ০৮:৪৯ এএম, ২২ নভেম্বর ২০১৫

নওগাঁ শহরের বাইপাস সড়কে সেনা বাহিনী পিকআপ ভ্যান ও সিএনজির সংঘর্ষে মাদ্রাসা পড়ুয়া কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ (১৮) নিহত হয়েছেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাইপাস তুলশীডাঙ্গা ব্রিজের পার্শ্বে এনায়েতপুর মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সিএনজির আরো দুই যাত্রী আহত হয়েছেন।

নিহত মো. আব্দুল্লাহ সদর উপজেলার চককামড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বগুড়া জেলার দুপচাঁচিয়ার উপজেলার তালোড়া বাজারের একটি হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁ বালুডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে ভাড়ায় চালিত একটি সিএনজি (টিএইচ-১১-০১৬৭) বাইপাস সড়ক হয়ে বগুড়ার আদমদিঘী উপজেলার সান্তাহার বাজারে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে ১৫ বেঙ্গল ব্যাটালিয়নের সেনা বাহিনী মেজর জাহিদুল ইসলামের নেতৃত্বে সেনা বাহিনীর দল শীতকালীন মহড়ার জন্যে জেলার পত্নীতলা উপজেলায় যাচ্ছিলেন।

Naoga

দুপুর ১২টার দিকে বাইপাস সড়কের তুলশীডাঙ্গা ব্রিজ সংলগ্ন এনায়েতপুর এলাকায় সেনাবাহিনীর একটি পিকআপ ভ্যানের (৭১৫-০৩-২৫৫২) সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। এতে সিএসজিটি দুমড়ে মুচড়ে গিয়ে যাত্রী মো. আব্দুল্লাহ ঘটনাস্থলে নিহত হন এবং দুই যাত্রী আহত হয়েছেন।

মেজর জাহিদুল ইসলাম জাগো নিউজকে জানান, প্রতি বছরের মতো শীতকালীন মহড়ার জন্য পত্নীতলা উপজেলায় যাওয়া হচ্ছিল। ঘটনাস্থলে বালু বোঝায় একটি ট্রলি দাঁড়িয়েছিল। তাদের গাড়িটি ট্রলিটিকে পাশ কাটিয়ে পশ্চিম দিকে যেতেই বিপরীত দিক থেকে দ্রুতগামী ওই সিএনজিটি ঢুকে যায়। সিএনজিটি বাঁচাতে চাইলেও সংঘর্ষ বেধে তাদের পিকআপ ভ্যানটি রাস্তার নীচে পড়ে যায়।

নওগাঁ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জাগো নিউজকে জানান, দুর্ঘটনাপর পর ঘটনাস্থলেই শিক্ষার্থী মারা যান। ঘটনাস্থল থেকে সিএনজিটি উদ্ধার করা হলেও চালক পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আব্বাস আলী/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।