ভিকারুননিসায় প্রথম শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু


প্রকাশিত: ০৬:২৬ এএম, ১০ নভেম্বর ২০১৪

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে ২০১৫ সালের প্রথম শ্রেণীতে ভর্তির অনলাইনে আবেদন গ্রহণ প্রক্রিয়া সোমবার থেকে শুরু হচ্ছে। ১০ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত অনলাইন আবেদন ফরম পূরণ করা যাবে।

অনলাইনে আবেদন ফরম পূরণের পর বিকাশের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে। ভর্তির আবেদন ফরমের মূল্য ২০০ টাকা। অনলাইনে vnsc.addiesoft.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করতে হবে।

ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম শ্রেণীর সব শাখার বাংলা মাধ্যম ও মূল প্রভাতি শাখার ইংরেজি মাধ্যমে ভর্তির জন্য প্রকাশ্য লটারির মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। ১৬ নভেম্বর বিকেল চারটায় সব শাখায় নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে ফরম জমা, সাক্ষাৎকারের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে।

একজন প্রার্থী একটি শাখায় ভর্তির জন্য আবেদন করতে পারবে। একাধিক আবেদনের অভিযোগ প্রমাণিত হলে তার সব আবেদন বাতিল করা হবে। ছাত্রী যে শাখায় ভর্তি হতে ইচ্ছুক, তাকে শুধু সেই শাখা নির্ধারণ করে অনলাইনে আবেদন করতে হবে। ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য বিদ্যালয়ের নোটিসবোর্ড ও ওয়েবসাইটে www.vnscbd.info পাওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।