বিচারের আগেই জেল ও ফাঁসির তথ্য জানেন মন্ত্রীরা
বর্তমানে দেশে আইনের শাসন অনুপস্থিত মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘দেশে কোনো ঘটনার বিচারের আগেই সরকারের মন্ত্রী-এমপিরা বলে দিচ্ছেন, কার ফাঁসি হবে, আর কার জেল হবে।
তিনি প্রশ্ন রেখে বলেন, তাহলে সরকার কি বিচারক? বিচার কি বিচারপতিরা করেন, না সরকার নির্ধারণ করেন?
শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন শেষে এ মন্তব্য করেন গয়েশ্বর চন্দ্র রায়।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫১তম জন্মদিন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
এসময় বিএনপির এই নেতা বলেন, বর্তমানে দেশে বিচারপ্রক্রিয়া রাজনৈতিক বিবেচনায় চলছে।
মানুষের স্বাভবিক মৃত্যুর গ্যারান্টি নেই মন্তব্য করে তিনি বলেন, ‘দেশে বিদেশি নাগরিকেরা হত্যা ও গুমের শিকার হচ্ছে। কিন্তু কোনো বিচার হচ্ছে না। এর ফলে অপরাধীরা আরো উৎসাহিত হচ্ছে।’
বিএনপি ন্যায়বিচার থেকে বঞ্চিত অভিযোগ করে গয়েশ্বর বলেন, ‘ন্যায়বিচার হলে আমরা ন্যায়বিচার পেতাম। বিএনপি এখন কাঁদতে পারে। কিন্তু ভবিষ্যতে সরকার কাঁদতে পারবে কি না তা জনগণই নির্ধারণ করবে।’
এ সময় অন্যদের মধ্যে ড্যাবের মহাসচিব ডা. জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম বাচ্চু, ডা. সাইফুল ইসলাম সেলিম, ডা. এম এ কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএম/একে/পিআর