হরতালে শান্তিপূর্ণ ভাবেই চলছে ডিগ্রি পরীক্ষা


প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৯ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

জামায়াতের ডাকা হরতালের মধ্যেই বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি (পাস) ১ম বর্ষের পরীক্ষা। হরতালের মধ্যে পরীক্ষা চললেও কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী আজ (বৃহস্পতিবার) ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে বিকেল শুরু হওয়া এ পরীক্ষা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

সূত্রে আরো জানা যায়, পরীক্ষায় অংশ নেয়ার জন্য ১ হাজার ৭৩৩টি কলেজের ২ লাখ ১৪ হাজার ৭৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করে। ৬৮৩টি কেন্দ্রে এক যোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, হরতালের মধ্যে শান্তিপূর্ণ ভাবেই সারাদেশে পরীক্ষা চলছে। তবে হরতালের কারণে বিভিন্ন জেলার পরীক্ষার্থীদের পরীক্ষার হলে পৌঁছার জন্য যানবাহন সঙ্কটে পড়তে হয়েছে।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে মামলার রিভিউ রায়ে বুধবার জামায়াত নেতা মুজাহিদের ফাঁসির আদেশ বহাল রেখেছেন আদালত। এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী হরতাল পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

এনএম/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।