মহামারিতেও রেকর্ড পরিমাণ কল্যাণ সুবিধা পেয়েছেন শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৪১ পিএম, ০৩ ফেব্রুয়ারি ২০২১

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্ট জানিয়েছে, বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মহামারীর মধ্যেও গত কয়েক মাসে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের কল্যাণ সুবিধার অর্থ দেয়া হয়েছে।

বুধবার (৩ ফেব্রুয়ারি) এক গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি কল্যাণ ট্রাস্ট এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে (বেসরকারি) কর্মরত পাঁচ লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর অবসরকালীন সেবাদানকারী প্রতিষ্ঠান। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় যেখানে পুরো দেশ স্তব্ধ তখন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আর্থিক দুর্দশার কথা বিবেচনা করে ট্রাস্টি বোর্ডের সচিব অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর তত্ত্বাবধানে জীবনের ঝুঁকি নিয়ে কল্যাণ ট্রাস্টের সব কর্মকর্তা-কর্মচারী নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই মহামারিতে সর্বোচ্চ সেবা দেয়ার লক্ষ্যে ট্রাস্টি বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি ছুটির দিনেও অফিস করে যাচ্ছেন। গত চার মাসে চার হাজার ৭৫ জন অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীকে চেকের মাধ্যমে ২২৪ কোটি ৭৪ লাখ ১৮ হাজার ৫৯১ টাকা কল্যাণ সুবিধা নিজ নিজ একাউন্টে দেয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, করোনাকালীন এই সঙ্কটে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান সার্বক্ষণিক কল্যাণ ট্রাস্টের কর্মকর্তা-কর্মচারীদের খোঁজ খবর নিয়েছেন। তারা উৎসাহ জুগিয়েছেন বলেই ট্রাস্টি বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা আগ্রহী হয়ে কাজ করেছেন।

এমএইচএম/এসএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।