পিএমপি কর্মশালা ২০ নভেম্বর শুরু


প্রকাশিত: ০৮:৩২ এএম, ১৭ নভেম্বর ২০১৫

প্রজেক্ট ম্যানেজারদের জন্য কার্যকরী এবং যুগপোযোগী কোর্স হচ্ছে পিএমপি (প্রজেক্ট ম্যানেজমেন্ট প্রফেশনাল) এক্সাম প্রিপারেশন কোর্স। আগামী ২০ নভেম্বর ২০১৫ থেকে ডটকম সিস্টেমসের উদ্যোগে পিএমপি এক্সাম প্রিপারেশন কোর্সটি শুরু হতে যাচ্ছে।

কোর্সটিতে হাই লেভেল প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসেপ্টস, প্রজেক্ট ম্যানেজমেন্ট ফ্রেমওয়ার্ক, প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট, পিএমআই, পিএমপি এক্সাম (ডেমো), পিএমপি এক্সাম টিপস অ্যান্ড্র ট্রিকস শেখানো হবে।

৫ সপ্তাহের এই কোর্সে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাস অনুষ্ঠিত হবে।

কোর্স পরিচালনা করবেন মোবাইলফোন অপারেটর রবির মহাব্যবস্থাপক (ইপিএমও) প্রকৌশলী মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

আগে এলে আগে পাবেন ভিত্তিতে কোর্সের নিবন্ধন চলছে। নিবন্ধন করা যাবে ডট কম সিস্টেমসের ফেসবুক www.facebook.com পেজে।

বিস্তারিত জানতে ফোন করতে পারেন ০১৬২৫০০০০২৫ নম্বরে।

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।