মায়ানমার পার্লামেন্টে সু চি


প্রকাশিত: ০৪:০০ এএম, ১৭ নভেম্বর ২০১৫

মায়ানমারে সদ্য বিজয়ী দল এনএলডি’র নেত্রী অং সান সু চি পার্লামেন্টে গিয়েছেন। নির্বাচনে বিজয়ী ও হেরে যাওয়া প্রার্থীদের নিয়ে গণতন্ত্রপন্থী নেত্রী  সোমবার পার্লামেন্টে  যান। এদিকে দেশটির পার্লামেন্ট ইতোমধ্যে সুন্দরভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি তত্ত্বাবধানের কাজ শুরু করেছে।

সাংবিধানিকভাবে সু চি দেশটির শীর্ষ পদে যেতে পারলেও পরবর্তী প্রেসিডেন্টের উপরে থেকে দেশ চালানোর অঙ্গীকার করেছেন তিনি। গত ৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে তার দলের ব্যাপক বিজয়ের পর কে প্রেসিডেন্ট হবেন তা তিনিই নির্বাচন করতে পারবেন। নির্বাচনে দলের সংখ্যাগরিষ্ঠ আসনের কারণে ফ্রেব্রুয়ারিতে অনুষ্ঠেয় পার্লামেন্ট অধিবেশনে ভোটাভুটির মাধ্যমে তার পছন্দের প্রার্থীই প্রেসিডেন্ট হতে পারবেন।

উল্লেখ্য, জান্তা সরকারের সংবিধান অনুযায়ী সু চি প্রেসিডেন্ট হতে পারছেন না। কারণ তিনি একজন বিদেশিকে বিয়ে করেছেন এবং তার দু’সন্তানও রয়েছে।

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।