সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির তারিখ নির্ধারণে বৈঠক আজ


প্রকাশিত: ০১:০৭ এএম, ১৭ নভেম্বর ২০১৫

ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য ক্যাচমেন্ট (সেবা) এলাকা নির্ধারণ ও ভর্তির ফরম বিতরণের তারিখ নির্ধারণসহ অনলাইনে ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সভা ডেকেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি)। আজ (মঙ্গলবার) বেলা ১১টায় মাউশির সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। মাউশি সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয় ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ কোঠা সংরক্ষনণ করেছে। এ জন্য ক্যাচমেন্ট এলাকা নির্ধারণ নিয়ে যাতে জটিলতা তৈরি না হয় এবং ভর্তির জন্য ফরম বিতরণের তারিখ নির্ধারণের জন্য বৈঠক ডাকা হয়েছে।

বৈঠকে মাউশির মহাপরিচালক অধ্যাপক ফাহিম খাতুন সভাপতিত্ব করবেন। সভায় রাজধানীর ৩৩টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন মাউশির মাধ্যমিক শাখার উপ-পরিচালক একেএম মোস্তফা কামাল।

এনএম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।