প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দুই লাখ কম্বল দান


প্রকাশিত: ০৩:২০ এএম, ১৫ নভেম্বর ২০১৫
ফাইল ছবি

দু’টি বেসরকারি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান দেশের শীতার্ত মানুষের সহায়তার জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দুই লাখ কম্বল দান করেছে।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও সিনিয়র কর্মকর্তারা শনিবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর কাছে এসব কম্বল হস্তান্তর করেন।

ডেপুটি প্রেস সচিব জানান, ইউনিয়ন ব্যাংক লিমিটেড ১ লাখ কম্বল এবং এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেড ও রিলায়েন্স ফিন্যান্স লিমিটেড ৫০ হাজার করে কম্বল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করেছে।

কম্বলগুলো গ্রহণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুস্থ মানবতার সেবায় এগিয়ে আসার জন্য দু’টি ব্যাংক ও রিলায়েন্স ফিন্যান্স লিমিটেড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

ইউনিয়ন ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ, এনআরবি গ্লোবাল ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নিজাম চৌধুরী এবং দু’টি ব্যাংক ও রিলায়েন্স ফিন্যান্স লিমিটেডের সিনিয়র কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

একে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।