বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ


প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৪ নভেম্বর ২০১৫
প্রতীকী ছবি

সিলেটের বিয়ানীবাজার সরকারি কলেজে ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার দুপুরে কলেজ ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতা পল্লব ও পাবেল গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কিছুদিন থেকে দুটি গ্রুপের মধ্যে কলেজে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। দুপুরে কলেজ ক্যাম্পাসে সাবেক ছাত্রলীগ নেতা পল্লব ও পাবেল গ্রুপের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের মধ্যে পাবেল গ্রুপের জুয়েল (২৪), নাঈম (১৮) এবং কলেজ ছাত্র সাইফুর (১৮) ও বায়েজিদকে (১৮) উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া কলেজের আরো ছয় শিক্ষার্থী আহত হয়ে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার পল্লব গ্রুপের উজ্জ্বল নামের এক কর্মীকে কলেজ ক্যাম্পাসে মারধর করেন পাবেল গ্রুপের নেতাকর্মীরা। আর এরই জের ধরে দুপুর ১২টার দিকে পল্লব গ্রুপের নেতাকর্মীরা পাবেল গ্রুপের ওপর হামলা চালায়। এতে সংঘর্ষ বেধে যায়। এতে সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। হামলাকারীরা এ সময় কলেজ ভবনের দরজা জানালা ও আসবাবপত্র ভাঙচুর করেন।

বিয়ানীবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় বিকেল সাড়ে চারটা পর্যন্ত কোনো পক্ষ মামলা করতে থানায় আসেনি বলে জানান তিনি।

ছামির মাহমুদ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।