উৎসবের শেষ দিনে দুই দেশের দুই কিংবদন্তির গান


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ১৪ নভেম্বর ২০১৫

লোকজ গান নিয়ে গেল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৫’। লোক গান নিয়ে এটিই প্রথম কোনো আন্তর্জাতিক উৎসব।

আয়োজক সান ইভেন্টস ও মাছরাঙা টেলিভিশন সূত্রে জানা গেছে, তিন দিনের এই আয়োজনে অংশ নিচ্ছেন পাঁচ দেশের শতাধিক কণ্ঠশিল্পী, সংগীতায়োজক ও ব্যান্ড দল।

প্রথম দিন ও দ্বিতীয় দিনের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজকরা দাবি করছেন উৎসবের শেষ দিন শনিবারও উপচে পড়বে শ্রোতা ও দর্শকদের ভিড়। তারা জানান, শেষ দিনে থাকছে দুই দেশের দুই গুণী-কিংবদন্তির পরিবেশনা। তারা হলেন বাংলাদেশের লোক গানের প্রখ্যাত শিল্পী কাঙ্গালিনি সুফিয়া ও পাকিস্তানের বরেণ্য শিল্পী আবিদা পারভিন।

পাশাপাশি এদিন মঞ্চে আসবেন ইসলাম উদ্দিন কিস্সাকার, জনপ্রিয় গানের দল জলের গান, আয়ারল্যান্ডের নিয়াভ নি কারা, পার্বতী বাউল, ইন্ডিয়ান ওসান, ম্যাঙ্গানিয়ার্স ফ্রম হামিরা।

এর আগে প্রথমদিন মঞ্চে আসেন লালন কন্যা ফরিদা পারভীন, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, অর্ক অ্যান্ড কালেক্টিভ, জহুর সাঁই, পাপন অ্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি।

দুর্বল ব্যবস্থাপনা, শত অনিয়মের পরও শিল্পীদের দুর্দান্ত পরিবেশনায় প্রায় ৪০ হাজার দর্শক-শ্রোতা মেতে উঠেছিলো বাউল সম্রাট লালন সাঁইসহ গুণী সব লোক সংগীতজ্ঞের গানের সুরে। আর্মি স্টেডিয়াম হয়ে উঠেছিলো আনন্দ-উচ্ছ্বাসের এক মহা মঞ্চ।

এরই ধারাবাহিকতা নিয়ে দ্তিীয় দিন শুরু হয় শুক্রবার বিকেল পাঁচটা থেকে। প্রায় ৮০ হাজার মানুষের মন ভরাতে একে এক মঞ্চে আসেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় মমতাজ বেগম, বারী সিদ্দিকী ও অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস। অসাধারণ কিছু মুহূর্ত দিয়ে উৎসবকে প্রাণবন্ত করেছিলেন ভারতের বিখ্যাত লোক গানের শিল্পী পবন দাস বাউল।

এছাড়াও অনবদ্য পরিবেশনায় মুগ্ধ করেছিলো ম্যাজিক বাউলিয়ানা, বাউল ভজন ক্ষ্যাপা, স্বপ্নীল সজীব এবং রুবা, নাশিদ কামাল আজগর আলিম, জহির আলিম এবং নূরজাহান আলিম ও ইউনান আর্ট ট্রুপ।

উল্লেখ্য, উৎসবের গেট খোলা হবে বিকেল ৫টায়। চলবে রাত ১টা পর্যন্ত। উৎসবে কোনো রকম ব্যাগ নিয়ে প্রবেশ নিষিদ্ধ।
 
এলএ/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।