ঢাবিতে দু’দিনব্যাপি সংগীত উৎসব শুরু মঙ্গলবার


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১২ নভেম্বর ২০১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংগীত বিভাগের আয়োজনে আগামী ১৭ ও ১৮ নভেম্বর সংগীত উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ উৎসবের আয়োজনে থাকছে বাংলাদেশের চলচ্চিত্রের গান। ১৯৫৬-২০১০ পর্যন্ত চলচ্চিত্রের উল্লেখ্যযোগ্য গান পরিবেশন করা হবে এ উৎসবে।

বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মহসিন আক্তার খানম (লীনা তাপসী) এ তথ্য জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আরো উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। ঢাবি  প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমেদ এবং কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। উৎসবে অতিথি শিল্পীদের মধ্যে থাকবেন- খুর্শিদ আলম ও আগুন।

এমএইচ/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।