করোনায় সকালে স্ত্রী, বিকেলে স্বামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২০ পিএম, ০৬ ডিসেম্বর ২০২০
ছবি : সংগৃহীত

করোনা কেড়ে নিলো আরও দুজন সাবেক শিক্ষা কর্মকর্তাকে। তাদের মধ্যে একজন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) সাবেক মহাপরিচালক অধ্যাপক নাজিম উদ্দিন আহমেদ ও তার সহধর্মিণী জুলেখা খাতুন ইডেন সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। তারা দুজন করোনায় আক্রান্ত হয়েছিলেন।

রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে মারা যান স্ত্রী জুলেখা খাতুন। বিকেলে নাজিম উদ্দিন।

রোববার মাউশির একাধিক কর্মকর্তা এ খবর নিশ্চিত করেন। তারা বলেন, ‘জুলেখা ভাবি আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু স্যার সুস্থ ছিলেন। গত দুই সপ্তাহ আগে তিনি মাউশিতে এসেছিলেন। কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে গেছেন।’

২০০৭ সালে মাউশির মহাপরিচালক ছিলেন নাজিম উদ্দিন।

এমএইচএম/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।