ঢাকা বোর্ডের একটি জেএসসি পরীক্ষা কেন্দ্র বাতিলের নোটিশ


প্রকাশিত: ০৯:২৮ এএম, ১০ নভেম্বর ২০১৫

ঢাকা বোর্ডের অধীন ধামরাই ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের কারণ দর্শনোর নোটিশ দিয়েছেন ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রণ ড. শ্রীকান্ত কুমার চন্দ।  

কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি ও  কেন্দ্র কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে মঙ্গলবার নেটিশ পাঠানো হয়েছে। ঢাকা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে।

নোটিশে বলা হয়, বোর্ডের পরিদর্শন কর্মকর্তার প্রতিবেদনের আলোকে ধামরাই ভালুম আতাউর রহমান খান উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে ( কেন্দ্র কোড-১২৫ ) পরীক্ষার্থীদের আসন ব্যবস্থায় অনিয়মসহ বিভিন্ন অব্যবস্থাপনা লক্ষ্য করা গেছে। যা পরীক্ষা পরিচালনা নীতিমালার পরিপন্থী। দায়িত্ব অবহেলার কারণে কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ কেন্দ্র কেন বাতিল করা হবে না মর্মে কারণ দর্শানো হয়েছে। পত্র প্রাপ্তির তিন কর্ম দিবসের মধ্যে পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট জবাব দিতে নির্দেশ দেয়া হয়েছে।

এনএম/এসকেডি/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।