৫৫৩ জন প্রভাষকের চাকরি স্থায়ী করা হয়েছে


প্রকাশিত: ১১:১৫ এএম, ০৯ নভেম্বর ২০১৫

বিসিএস শিক্ষাক্যাডারের ৫৫৩ জন প্রভাষকের চাকরি স্থায়ী করা হয়েছে। সোমবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) তালিকার অনুলিপি প্রভাষকদের কর্মস্থলের অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে। মাউশি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৫৫৩ জন প্রভাষকের দুই বছরের এসিআর, বুনিয়াদী প্রশিক্ষণ ও বিভাগীয় পরীক্ষা পাসের তথ্য পর্যালোচনা করে চাকরি স্থায়ীকরণ করা হয়েছে। তালিকা কোন ভুল তথ্য থাকলে তা সংশোধনের জন্য ১০ নভেম্বরের মধ্যে সহকারী পরিচালক (কলেজ-২) ইমেইল করার জন্য বলা হয়েছে।  

এনএম/জেডএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।