প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ে তিন বছর শিক্ষার্থী ভর্তি বন্ধ


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৭ নভেম্বর ২০১৫

আগামী তিন বছর প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করবে না রাজধানীর মোহাম্মদপুর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়। আসনের চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী থাকা ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।

তবে এ সিদ্ধান্তে  হতাশ হয়ে পড়েছেন বিদ্যালয়ে সন্তান ভর্তিচ্ছুক অভিভাবকরা।

প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের প্রাথমিক শাখার উপাধ্যক্ষ (বালক) মিসেস রওশন আরা বেগম বলেন, আমাদের শিক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয়ে গেছে। যে কারণে প্রথম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত আগামী তিন বছর শিক্ষার্থী ভর্তি না করার সিদ্ধান্ত হয়েছে।
 
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর আসাদগেট সংলগ্ন প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতি বছরই প্রাথমিক সমাপনীসহ সকল পাবলিক পরীক্ষার ফলে মেধাতালিকায় স্থান করে নেয়। যে কারণে মোহাম্মদপুর, লালমাটিয়া, আদাবর, শ্যামলী, ধানমন্ডিসহ বিদ্যালয় সংলগ্ন এলাকার অভিভাবকদের সন্তান ভর্তির ক্ষেত্রে পছন্দের শীর্ষে এই বিদ্যালয়। কিন্তু আগামী ৩ বছর শিক্ষার্থী ভর্তি না করার সিদ্ধান্তে হতাশ হয়ে পড়ছেন বিদ্যালয়টিতে সন্তান ভর্তিচ্ছুক অভিভাবকরা।

শনিবার দুপুরে সরেজমিনে বিদ্যালয়ের সামনে গিয়ে অভিভাবকদের জটলা দেখা যায়। তারা সন্তানদের পছন্দের প্রতিষ্ঠানটিতে ভর্তির খোঁজ নিতে এসেছিলেন। কিন্তু বিদ্যালয়ের ফটকে থাকা দারোয়ান অভিভাবকদের শিক্ষার্থী ভর্তি করা হবে না বলে জানাচ্ছেন। এতে হতাশ হয়ে অভিভাকরা ফিরে যাচ্ছেন।

এসময় কথা হয় আদাবর থানার শেখেরটেক এলাকার বাসিন্দা রিশিতা জাহানের সঙ্গে। তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ছোট ছেলে জিহাদুল ইসলামকে বিদ্যালয়ে ভর্তির জন্য খোঁজ খবর নিতে এসে ছিলাম। কিন্ত দারোয়ান বললো, কোনো ছাত্র ভর্তি করা হবে না। শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য ভিতরে প্রবেশের চেষ্টা করলেও ঢুকতে দেয়নি। এভাবেই হতাশা প্রকাশ করেছেন লালমাটিয়া এলাকার বাসিন্দা শফিকুল ইসলামসহ আরো অনেকে। বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছেন তারা।  

এ বিষয়ে প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের  উপাধ্যক্ষ (বালক) মুর্শেদা শাহীন জাগো নিউজকে বলেন, আমরা স্টুডেন্ট কমিয়ে কোয়ালিটি বাড়াতে চাই। তাই এবছর কোনো শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি নিবো না। যেসব শিক্ষার্থী অধ্যায়নরত রয়েছে তারা অন্যত্রে চলে গেলেও শূন্য কোঠায় ভর্তি করা হবে না। তবে সলিমুল্লাহ রোডের শাখায় প্লে-গ্রুপে লটারির মাধ্যমে স্বল্প সংখ্যক শিক্ষার্থী ভর্তি করা হবে।

এনএম/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।