আজ থেকে সৈকতে বিচ ফুটবল


প্রকাশিত: ০৯:৪২ পিএম, ০৫ নভেম্বর ২০১৫

বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে চতুর্থবারের মতো শুক্রবার থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রানার-চ্যানেল আই বিচ ফুটবল টুর্নামেন্ট ২০১৫’। দু’দিন এ টুর্নামেন্টে এক সময়ে মাঠ কাঁপানো সাবেক ফুটবলাররা অংশ নিচ্ছেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন, ফুটবলের জন্য আমরা (ওয়াফ) ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের যৌথ সহযোগিতায় সৈকতের সিগাল পয়েন্টে চ্যানেল আই চতুর্থবারের মতো আয়োজন করতে যাচ্ছে এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টে ছয়টি দল- মোহামেডান মাস্টার্স, আবাহনী মাস্টার্স, ব্রাদার্স মাস্টার্স, মুক্তিযোদ্ধা মাস্টার্স, ওয়াফ মাস্টার্স ও চিটাগাং-কক্সবাজার মাস্টার্স অংশগ্রহণ করছে। মোট ১১টি ম্যাচ খেলা হবে। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলের জন্য এক লাখ এবং রানার্সআপ দল পাবে ৫০ হাজার টাকা ও ক্রেস্ট।

আজ সকালে বিচ ফুটবল উদ্বোধন করবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু। এর জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। দুই দিনব্যাপি এ খেলা সরাসরি সম্প্রচারণ করবে চ্যানেল আই।

এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার বিকেলে সিগাল হোটেলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যানেল আই এর পরিচালক সাইখ সিরাজ, বিচ ফুটবলের প্রকল্প পরিচালক আমিনুল হক রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।