টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন শোয়েব মালিক
হঠাৎ টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। শারজাহ-এ ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান মালিক। তিনি বলেন, ‘এখনই সময় সরে যাবার। আমাদের বেশ কিছু তরুণ ও ভালো খেলোয়াড় রয়েছে। তাই এখনই টেস্ট থেকে অবসর নিতে চাই। সবার আগে পরিবার। আমি ২০১৯ বিশ্বকাপের দিকে বেশি মনোনিবেশ করতে চাই।’
চলতি সিরিজ দিয়ে পাঁচ বছর পর টেস্ট দলে ফিরেন মালিক। ফিরেই ব্যাট-বল হাতে দুর্দান্ত চমক দেখান তিনি। আবুধাবিতে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৪৫ রানের দৃষ্টিনন্দন ইনিংস খেলেন মালিক। এরপর অবশ্য আর কোন বড় ইনিংস খেলতে পারেননি। পরের পাঁচ ইনিংসে যথাক্রমে ০, ২, ৭, ৩৮ ও ০ রানে ফিরেন। বল হাতে তিন টেস্টের পাঁচ ইনিংসে ৮ উইকেটও শিকার করেন ৩৩ বছরের মালিক।
পাকিস্তানের হয়ে (শারজাহ টেস্টের তৃতীয় দিন পর্যন্ত) ৩৫ টেস্টের ৬০ ইনিংসে ১৮৯৮ রান করেন মালিক। এর মধ্যে ৩টি সেঞ্চুরি ছিল। চলতি সিরিজের প্রথম টেস্টে ২৪৫ রান, তার ক্যারিয়ার সেরা ইনিংস। বল হাতে ২৯ উইকেট নেন।
এছাড়া ১৬ বছরের ক্রিকেট ক্যারিয়ারে ২২৭ ওয়ানডে ও ৬৫টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেন মালিক। ওয়ানডেতে ৫৯৯০ রান এবং টি-২০তে ১০৭৭ রান করেন। বল হাতে ওয়ানডেতে ১৪৭ উইকেট ও টি-২০তে ২১ উইকেট নেন মালিক।
আরএস/আরআইপি