দলীয় প্রতীকে পৌরসভা নির্বাচনের অধ্যাদেশ জারি


প্রকাশিত: ০৭:৪৩ পিএম, ০২ নভেম্বর ২০১৫

দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিধান রেখে স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০১৫ (সংশোধন) এর অধ্যাদেশ জারি করা হয়েছে। সোমবার রাতে এ অধ্যাদেশটি জারি করা হয়। আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনের আগে আইন সংশোধনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদনের পর তা কার্যকরে অধ্যাদেশের অপেক্ষায় ছিল নির্বাচন কমিশন।

এ বিষয়ে ইসি সচিব সিরাজুল ইসলাম জানান, অধ্যাদেশটি হাতে পাওয়ার পর আমরা বিধিমালা প্রণয়নসহ প্রয়োজনীয় অন্য সব কাজ দ্রুত সারবো, যাতে মধ্য নভেম্বরের মধ্যে তফসিল ঘোষণা করতে পারি।

অধ্যাদেশের মাধ্যমে আইন সংশোধনের ফলে এখন পৌরসভা নির্বাচনেও একটি দলের একজন প্রার্থী থাকবেন। নৌকা, ধানের শীষ ও লাঙলের মতো প্রতীকগুলো ব্যবহার হবে এই নির্বাচনেও। দলের সমর্থনের বাইরে কেউ প্রার্থী হতে চাইলে তাকে স্বতন্ত্র প্রার্থী হতে হবে।

এতদিন ধরে স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে হলেও দলীয় আবহ থেকে মুক্ত ছিল না। এই রাখঢাক না রাখতে ক্ষমতাসীন আওয়ামী লীগ আইন সংশোধনের উদ্যোগ নেয়। তবে স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে করার বিপক্ষে অবস্থান নেয় বিএনপি।

এছাড়া কয়েকটি নাগরিক সংগঠনও আপত্তি জানিয়ে বলছে, এটা হলে নির্দলীয় প্রার্থীরা ভোটে আসতে উৎসাহ হারাবে, কারণ স্বতন্ত্র প্রার্থী হতে হলে বেশ কয়েকটি শর্ত পূরণ করতে হয়।

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর (সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচন দলীয় ভিত্তিতে করতে গত ১২ অক্টোবর মন্ত্রিসভায় প্রতিটি আইন সংশোধনের আলাদা প্রস্তাব অনুমোদন করে।

পৌরসভা নির্বাচন ঘনিয়ে আসায় অধ্যাদেশের মাধ্যমে সংশোধিত আইনটি কার্যকর করা হচ্ছে। পরে অন্য আইনগুলোর সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন (পৌরসভা) আইন-২০১৫ (সংশোধন) সংসদে পাস করা হবে।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।