সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে বেতন চান এমপিওভুক্ত শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২২ পিএম, ৩১ আগস্ট ২০২০
ফাইল ছবি

সরকারি বেতনের টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টেই চান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

সোমবার (৩১ আগস্ট) বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) এবং এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াজোঁ ফোরাম এ দাবিতে শিক্ষা মন্ত্রণালয় একটি স্মারকলিপি জমা দিয়েছে।

শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলাম রনি ও লিয়াজোঁ ফোরামের মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স স্বাক্ষরিত স্মারকলিপিতে বলা আছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সরকারি বেতনের অংশ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রদানের জন্য দীর্ঘদিনের প্রক্রিয়া চলছিল। সম্প্রতি সংবাদমাধ্যমের তথ্যমতে, সেই বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া হবে বলে জানা গেছে। বিষয়টি নিয়ে শিক্ষক সমাজে তীব্র অসন্তোষ দেখা গেছে।

বলা হয়েছে, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের বেতন দেয়া হলে শিক্ষকদের তফসিলি ব্যাংক থেকে কনজ্যুমার লোন পেতে সমস্যা হবে। এমনকি মাসিক বেতন পেতে আরও সমস্যা হবে।

আরও বলা হয়, মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে গার্মেন্টকর্মীদের বেতন, বিধবা ভাতা, দুস্থ ও অসহায়দের বিভিন্ন ভাতা প্রদান করা হয়, ফলে এটি চালু হলে সরকারের অনেক অপচয় হবে। এই টাকা দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের পূর্ণাঙ্গ ঈদ বোনাস এবং অন্য কিছু করা সম্ভব বলেও জানানো হয়।

এমএইচএম/এফআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।