ইউজিসির মেধাবৃত্তি পাবেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৪৯ পিএম, ২৫ আগস্ট ২০২০

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) মেধাবৃত্তি ২০২০ প্রদান করা হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ইউজিসি সুবিধা দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি শিক্ষার্থীদের কাছে মেধাবৃত্তির আবেদনের আহ্বান জানিয়ে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউজিসি। বলা হয়েছে, কর্মসূচির আওতায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিটি অনুষদ থেকে একজন করে শিক্ষার্থীকে মেধাবৃত্তির জন্য মনোনয়ন দেওয়া হবে।

মেধাবৃত্তি পেতে আগ্রহীদের শিক্ষার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়ন ফরম পূরণ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ইউজিসিতে পাঠাতে হবে।

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর বা মাস্টার্স পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে যারা একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে স্নাতক বা অনার্স পরীক্ষা সম্পন্ন করেছেন, তাদের মধ্যে অনুষদে সর্বোচ্চ সিজিপিএ/নম্বর শিক্ষার্থীদের মনোনয়ন দেয়া হবে।

এমএইচএম/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।