দল ভাঙার রাজনীতি করি না : হানিফ


প্রকাশিত: ১০:০৪ এএম, ৩০ অক্টোবর ২০১৫

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বিএনপি নেতাদের উদ্দেশ্যে করে বলেছেন, আমরা দল ভাঙার রাজনীতি করি না। দল ভাঙ্গার রাজনীতি শুরু করেছিল জিয়াউর রহমান। শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদকদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
 
হানিফ বলেন, খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমান লন্ডনে বসে সরকার পতনের ষড়যন্ত্র করছে। তবে এতে তারা কখনই সফল হবে না। খালেদা আন্দোলন করে সরকারের কিছুই করতে পারবে না। তারা সরকার বিরোধী ষড়যন্ত্র করে বিএনপিরই সর্বনাশ করছে। বিএনপিতে ভাঙ্গন ধরেছে। অচিরেই দলটি খান খান হয়ে যাবে।

টিআইবির বক্তব্যের বিষয়ে হানফি বলেন, সংসদকে নিয়ে এই ধরনের বক্তব্য কেউ দিতে পারে না। টিআইবির এ বক্তব্য দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ। তারা বিএনপি-জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করতেই নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।  

সভায অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কার্যনির্বাহী কমিটির সদস্য সুজিৎ রায় নন্দী প্রমূখ।

এএসএস/এএইচ/এমএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।