কৃষিপণ্যের লাভজনক মূল্য নির্ধারণসহ ১৩ দফা দাবি
মৌসুমের শুরুতে কৃষকদের স্বার্থে ধান, পাট, আলুসহ সকল প্রকার কৃষিপণ্যের জন্য লাভজনক মূল্য নির্ধারণ করাসহ ১৩ দফা দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় কৃষক সমিতি। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা।
মানববন্ধনে বাংলাদেশ জাতীয় কৃষক সমিতির সভাপতি এএইচএম লুৎফর রহমান রঞ্জু সংগঠনের পক্ষ থেকে ১৩ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হচ্ছে-
এক. মৌসুমের শুরুতে কৃষকদের স্বার্থে ধান, পাট, আলুসহ সকল কৃষিপণ্যের জন্য লাভজনক মূল্য নির্ধারণ করা।
দুই. ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করে কৃষকের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য ক্রয় করা।
তিন. কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলা এবং বন্ধ পাটকল চালু করা।
চার. কৃষিপণ্য সরবারাহে সারাদেশে রেল ব্যবস্থা সচল করে কৃষিপণ্য পরিবহনের ব্যবস্থা করা।
পাঁচ. কৃষি উৎপাদন উপকরণ সমূহের দম কমানো।
ছয়. শষ্য বিমা ও পল্লী রেশনিং চালু করা।
সাত. আলুসহ সকল শাক-সবজির সংরক্ষণের জন্য পর্যাপ্ত হিমাগার নির্মাণ করা।
আট. কৃষি জমি রক্ষা এবং বন-পাহাড় ধ্বংসের বিরুদ্ধে আইন প্রণয়নসহ ভূমি অফিসের দুর্নীতি বন্ধ করতে হবে।
নয়. কৃষকদের সমবায় সংগঠন করতে হবে।
দশ. হাওর এলাকার নদীগুলোতে ড্রেজিং ও বাধ নির্মাণ করা।
এগার. হাওর এলাকার খাল-বিল ইজারা বন্ধ করতে হবে।
বার. দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং
তের. মুক্তিযুদ্ধের চেতনায় শোষণমুক্ত সমাজ তথা সমাজতন্ত্র কায়েম করতে হবে।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- ন্যাপের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম লিটন, কৃষক নেতা সুখ রঞ্জন শীল, এখলাস আলী প্রমুখ।
এএস/আরএস/এমজেড