কিশোরগঞ্জে উদীচীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন


প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

কিশোরগঞ্জে নানা আয়োজনে উদীচী শিল্পী গোষ্ঠীর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘শিল্প-সংস্কৃতি-সংগ্রাম আমাদের যুদ্ধ অবিরাম’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ টিটো স্মৃতি পাঠাগারে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদের পরিচালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি অ্যাড শেখ এ কে এম নুরুন্নবী বাদ।

সভায় বক্তব্য রাখেন প্রবীন লেখক ও সাংবাদিক  মু. আ. লতিফ, জেলা সিপিবির সভাপতি অ্যাড. এনামুল হক, জেলা ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমী, জেলা তেল-গ্যাস-বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. হাসান ইমাম রঞ্জু, জেলা উচীচীর সহ-সভাপতি দিলীপ চন্দ্র রায়, সদস্য আফরোজা আরেফিন, কলামিস্ট গাজী মহিবুর রহমান, তৌকির ইসলাম তন্ময় প্রমুখ।

বক্তরা বলেন, আজ অপসংস্কৃতি আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, সমাজের সর্বত্র বৈষম্য বিদ্যমান অন্যয়, অবিচারে চেয়ে গেছে দেশ। স্বাধীনতা বিরোধী শক্তি ভীষণভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। এসব থেকে মুক্তির লক্ষ্যে উদীচীর লড়াই সংগ্রামকে এগিয়ে নিতে হবে।

নূর মোহাম্মদ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।