শুক্রবার থেকে বাউবির এসএসসি পরীক্ষা শুরু


প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ওপেন স্কুল পরিচালিত ২০১৪ সালের এসএসসি পরীক্ষা শুক্রবার থেকে শুরু হচ্ছে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট এক লাখ ৩৪ হাজার ৫৮১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম বর্ষে ৮৬ হাজার ৭৬১ জন এবং দ্বিতীয় বর্ষে ৪৭ হাজার ৮২০ জন অংশ নিচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্ম-পরিচালক মো. আবুল কাসেম শিখদার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারাদেশে ৪৪১টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। শুক্রবার ও শনিবার দিন সকাল ও বিকেলে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা শেষ হবে ৪ ডিসেম্বর।

প্রশাসনের সহযোগিতায় নকলমুক্ত পরিবেশে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণের জন্য ব্যবস্থা নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
                    
আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।