বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বোনাসের টাকা ব্যাংকে যাবে আজ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৬ পিএম, ২২ জুলাই ২০২০
ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজ শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার বোনাসের টাকা আজ বুধবার (২২ জুলাই) সরকারি চারটি ব্যাংকে (সোনালী, রূপালী, জনতা, অগ্রণী) পাঠানো হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) পরিচালক (প্রশাসন) শাহেদুল খবির চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের জিও (সরকারি আদেশ) জারি হয়েছে। আজ (বুধবার) বোনাসের অর্থ নির্ধারিত চারটি ব্যাংকে পাঠানো হবে। ঈদের আগেই সকল শিক্ষক কর্মচারী ঈদ বোনাসের অর্থ হাতে পাবেন।

এর আগে গত সোমবার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাসের সরকারি আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ প্রস্তাব পাঠানো হয়েছিল। প্রচলিত বিধি অনুসারে এমপিও শিক্ষক-কর্মচারীরা ২৫ শতাংশ উৎসব ভাতা পাবেন।

আগামী ১ আগস্ট পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এজন্য জুলাই মাসের বেতন অনুসারে শিক্ষকরা উৎসব ভাতা পাচ্ছেন বলে অধিদফতর সূত্রে জানা গেছে।

এমএইচএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।