আজ টিভিতে মাধ্যমিক-কারিগরির ১৪ ক্লাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৯ এএম, ১৯ জুলাই ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান সম্প্রচার চলছে। আজ সংসদ বাংলাদেশ টেলিভিশনে মাধ্যমিকের ১১টি ও কারিগরির তিনটিসহ মোট ১৪টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

আজ মাধ্যমিকে ষষ্ঠ শ্রেণির ইংরেজি এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির গণিত ও বাংলা ক্লাস বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা, অষ্টম শ্রেণির গণিত ক্লাস দুপুর ১২টা থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বাংলা এবং অর্থনীতি ক্লাস ১২টা ২০ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির ব্যবসায় উদ্যোগ, ইংরেজি এবং গণিত বিষয়ের ক্লাস ১টা ২০ মিনিট থেকে ২টা ৪৫ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

অন্যদিকে এদিন কারিগরি স্তরে নবম শ্রেণির বিল্ডিং মেইনটেন্যান্স ক্লাস দুপুর ২টা ৩০ মিনিট থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ৫০ মিনিট থেকে ৩টা ১০ মিনিট পর্যন্ত নবম শ্রেণির ফার্ম মেশিনারি এবং দশম শ্রেণির অটোমেটিভ বিষয়ের ক্লাস দুপুর ৩টা ১০ মিনিট থেকে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত সম্প্রচার করা হবে।

এমএইচএম/জেডএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।