জেএসসি-জেডিসি পরীক্ষা আবারও পেছাল
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে জেএসসি ও জেডিসি পরীক্ষা আবারও পিছানো হলো। সোমবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকেদের এ কথা জানিয়েছেন।
পরিবর্তিত সময়সূচি অনুযায়ী, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ৫ নভেম্বরের পরীক্ষা হবে ১৯ নভেম্বর এবং ৬ নভেম্বরের পরীক্ষা হবে ২০ নভেম্বর।
এর আগে একই কারণে ২ ও ৩ নভেম্বরের পরীক্ষা পেছানো হয়েছিল। ২ নভেম্বর থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে এই পরীক্ষা এখনো শুরুই করা যায়নি।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের রায়ে মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে (৫ নভেম্বর) বুধবারও হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। অন্যদিকে জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য ও দিগন্ত মিডিয়া করপোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীকে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায়ের প্রতিবাদে আগামী বৃস্পতিবার (৬ নভেম্বর) হরতাল রয়েছে জামায়াতের।