আ. লীগ ক্ষমতায় থাকলে সবাই শান্তিপূর্ণভাবে উৎসব পালন করতে পারে
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই সকল ধর্মাবলম্বীরা তাদের ধর্মের উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। ধর্ম যার যার উৎসব সবার। তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা মতলব দক্ষিণে উৎসবমূখর পরিবেশে করতে দেখে আমি অভিভূত।
হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসবগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়ার আহ্বান জানান।
বৃহস্পতিবার সন্ধ্যায় মতলব বাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দিরে শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জগন্নাথ মন্দিরের দুর্গাপূজা কমিটির সভাপতি শুকুমার ঘোষের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাদল নন্দির উপস্থাপনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, উপজেলা আ. লীগের সভাপতি এ এইচ এম গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক বিএইচ কবির আহম্মেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও পৌরসভার কাউন্সিলর কিশোর কুমার ঘোষ।
এ সময় উপস্থিত ছিলেন ছেংগারচর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম জজ, মোহনপুর ইউপি চেয়ারম্যান সামসুল আলম বাবুল চৌধুরী, মতলব দক্ষিণ উপজেলা ভাইস চেয়ারম্যান শওকত আলী বাদল, লক্ষ্মীরানী দাস তারা, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, মতলব পৌর আ. লীগের সভাপতি ও মেয়র প্রার্থী আওলাদ হোসেন লিটন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরু সরকার, মতলব দক্ষিণ উপজেলা যুবলীগের আহ্বায়ক জহির সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম আলেক, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ও মেয়র প্রার্থী আল-আমিন ফরাজী, যুগ্ম আহ্বায়ক হোসাইন মোহাম্মদ কচি, পৌর ছাত্রলীগের আহ্বায়ক মাইনুদ্দিন রানা, যুগ্ম আহ্বায়ক মামুন হোসেন আকাশসহ ছাত্রলীগ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।
আলোচনা সভার পূর্বে প্রধান অতিথি মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম এমপিকে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, চন্দন সাহা, সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার ঘোষ, জগন্নাথ মন্দির পূজা কমিটির সভাপতি শুকুমার ঘোষ, সাধারণ সম্পাদক কানাই লাল সাহা, মন্দির কমিটির সহ-সভাপতি অধ্যাপক নারায়ণ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক রাধা কৃষ্ণ সাহা, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি সুধুমা চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক গনেশ ভৌমিক।
এদিকে মতলব বাজার জগন্নাথ মন্দিরে আসার পূর্বে বরদিয়া কেদারেশ্বর ঠাকুরবাড়ি, বোয়ালিয়া বাজার, বোয়ালিয়া চৌধুরী বাড়ি, পিন্টু সাহাবাড়ি এবং মতলব বাজার কলাদী চন্দন সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শন করেন মন্ত্রী। এর আগে তিনি মতলব উত্তর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
ইকরাম চৌধুরী/বিএ