নির্বাচনে অযোগ্য করতেই খোকার বিরুদ্ধে রায় : নজরুল
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নির্বাচনে অযোগ্য ঘোষণা করতেই ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকাকে আদালত মিথ্যা মামলায় অভিযুক্ত করেছে।
বুধবার সন্ধ্যায় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় শ্রমিক দল এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
নজরুল ইসলাম খান বলেন, `সরকার ও আদালতের অনুমতি নিয়েই খোকা বিদেশি চিকিৎসার জন্য গিয়েছেন। কিন্তু এরপরও তাকে আত্মপক্ষের কোনো সুযোগ হয়নি। ফলে এ রায়ের পিছনে অবশ্যই ষড়যন্ত্র আছে।`
তিনি বলেন, `ক্ষমতাসীনরা প্রতিযোগিতায় ভয় পায়। তাই বিএনপির নেতাকর্মীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আরো একটি ৫ জানুয়ারির মতো প্রহসনমূলক নির্বাচন করার ষড়যন্ত্র করছে।`
খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে সরকারের মন্ত্রীদের বক্তব্যের প্রতিক্রিয়ায় নজরুল ইসলাম খান বলেন, `বেগম জিয়ার সঙ্গে আমাদের প্রতিদিনই যোগাযোগ হচ্ছে। আর খালেদা জিয়ার সিদ্ধান্ত নিয়েই আমরা দল পরিচালনা করছি। কিন্তু আমাদের কার্যক্রমকে ক্ষমতাসীনরা অবৈধভাবে বাধাগ্রস্ত করছে। তাই সরকারের এ সব কার্যক্রমকে হতাশ করতে খুব শিগগির দেশে ফিরছেন তিনি।`
জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, `চোখ ও কান খোলা রাখুন। কারণ, চোখ খোলা রাখলেই দেখতে পারবেন কিভাবে আওয়ামী লীগ ধর্মের নামে অধর্ম ও গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র চালাচ্ছে।`
দুই বিদেশি হত্যাকাণ্ড প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, `আমরা সরকারের কাছে দাবি করেছিলাম তদন্ত ছাড়া কাউকে দোষারোপ করবেন না। তবে এরপরও দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন নবী খান সোহেলকে ক্ষমতাসীনরা উদ্দেশ্যমূলকভাবে জড়ানোর ষড়যন্ত্র করছে অভিযোগ করেন তিনি।
এ সময় তিনি জনগণের দাবি মেনে নিয়ে ক্ষমতাসীনদের নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেয়ার জন্য আবারও আহ্বান জানান।
দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজক সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিমসহ শ্রমিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
এমএম/এআরএ/আরআইপি