না.গঞ্জে নোংরা পরিবেশে খাদ্য তৈরির দায়ে জরিমানা


প্রকাশিত: ১০:৩১ এএম, ১৯ অক্টোবর ২০১৫

নারায়ণগঞ্জে নোংরা পরিবেশ ও ভেজাল খাবার পরিবেশন করার অভিযোগে দুটি রেস্তোরাঁকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ফতুল্লা অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) নাহিদা বারিকের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

নাহিদা বারিক জাগো নিউজকে জানান, নারায়ণগঞ্জে বিভিন্ন হোটেল রেস্তোরাঁগুলোতে নোংরা পরিবেশ ও ভেজাল খাবার পরিবেশন করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সুগন্ধ প্লাস রেস্তোরাঁকে দুই হাজার এবং বৈশাখী রেস্তোরাঁকে দুই হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

নাহিদা বারিক আরো জানান, এ সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।   
    
শাহাদাৎ হোসেন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।