ডেঙ্গু প্রতিরোধে ডিএনসিসি`র র‌্যালি


প্রকাশিত: ০৮:৪২ এএম, ১৮ অক্টোবর ২০১৫

নগরবাসীর মধ্যে ডেঙ্গু জ্বরের সচেতনা বাড়াতে র‌্যালি করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। রোববার দুপুরে রাজধানীর গুলশানের ইয়ুথ ক্লাব মাঠ থেকে র‌্যালিটি গুলশানের নগর ভবনে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে নেতৃত্ব দেন স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, সাংসদ একেএম রহমত উল্লাহ।

র‌্যালির আগে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ম্যালেরিয়া ও পোলিও মুক্ত হয়েছে। একদিন ডেঙ্গু মুক্তও হবে। সচেতন হলের ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। সরকার এ ব্যাপারে প্রচারণা চালাচ্ছে।

আনিসুল হক বলেন, প্রায় ২ হাজার সনাক্ত ডেঙ্গু রোগীর ১০ শতাংশ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আমরা সিটি কর্পোরেশন এর প্রতিরোধে কাজ করছি। ওষুধ ছিটানো হচ্ছে। তবে মনে রাখতে হবে, সিটি কর্পোরেশনের বাইরে বেশ কিছু এলাকা আছে, যেখানে প্রচুর মশা জন্ম নেয়। তাই একা সিটি কর্পোরেশনের কিছু করার নেই।

তিনি আরো বলেন, আমরা সর্তক আছি, প্রয়োজনের তুলনায় বেশি ওষুধ ছিটাতে বলেছি। তবে সব সময় সব পদক্ষেপ যথেষ্ট হয় না।

এসএ/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।