উত্তরার ইংলিশ মিডিয়াম স্কুলে ৫০ শতাংশ ফি মওকুফের দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ০২ মে ২০২০

করোনাভাইরাসের সংকটময় পরিস্থিতিতে দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলের ৫০ শতাংশ টিউশন ফি মওকুফের জন্য স্কুল কর্তৃপক্ষে কাছে দাবি জানিয়েছেন অভিভাবকরা।

শনিবার উত্তরার ডিপিএস এসটিএস স্কুলের অভিভাবক ফোরামের সভাপতি ব্যারিস্টার ওমর ফারুক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'করোনাভাইরাসের কারণে সারাদেশে লকডাউন পরিস্থতিতে সব কিছু অচল হয়ে পড়েছে। সব ধরনের কর্মসংস্থান বন্ধ রয়েছে। এমন অবস্থায় অনেক ইংলিশ মিডিয়াম স্কুল কর্তৃপক্ষ ত্রৈমাসিক সময়সীমার জন্য অনলাইনে টিউশন ফি প্রদানের চাপ সৃষ্টি করছে।'

'বিশ্বব্যাপী মহামারিটি আমাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। সব মানুষ আর্থিক সংকটে পড়েছে। এমন অবস্থায় দেশের সব ইংলিশ মিডিয়াম স্কুলের টিউশন ফি ৫০ শতাংশ মওকুফ করতে স্কুল কর্তৃপক্ষে কাছে দাবি জানিয়েছি। গত এপ্রিল থেকে চলমান পরিস্থিতি যতদিন স্বাভাবিক না হয় ততদিন ৫০ শতাংশ ফি ছাড় দেয়ার দাবি জানানো হয়েছে।'

'এমন পরিস্থিতিতে শিক্ষক-কর্মচারীদের বেতন পরিশোধে সরকারের পক্ষ থেকে আর্থিক প্রণোদনা দেয়ারও দাবি জানান তারা। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকা সময়ে পরিবহন ব্যয়সহ অতিরিক্ত সব ফি আদায় না করতে স্কুল কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে',- উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।

এ বিষয়ে অভিভাবক সংগঠনের সভাপতি ব্যারিস্টার ওমর ফারুক জাগো নিউজকে বলেন, বর্তমান পরিস্থিতিতে প্রায় সব মানুষ ঘরবন্দি রয়েছেন। অনেকের ঘরে খাবার সংকটে পড়েছেন। ইংলিশ মিডিয়াম স্কুলে শুধু ধনীদের সন্তানরা পড়ালেখা করে না, মধ্যবিত্তের সন্তানরাও পড়ালেখা করে থাকে। এমন পরিস্থিতিতে স্কুলের টিউশন ফি পরিশোধ করা অভিভাবকদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। এ কারণে অভিভাবকদের পক্ষ থেকে ৫০ শতাংশ মওকুফের দাবি জানানো হয়েছে।

তিনি বলেন, সরকার কওমি শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য প্রণোদনা দিয়েছে। তার আলোকে ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে প্রণোদনা দিয়ে এ স্তরের শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা অব্যহত রাখতে সহায়তা দিতে প্রধনমন্ত্রীর প্রতি দৃষ্টি আর্কষণ করেছেন অভিভাবকরা।

এমএইচএম/জেডএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।