প্রাথমিকে ছুটি বাড়ল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৩ এএম, ২৪ এপ্রিল ২০২০
ফাইল ছবি

করোনার বিস্তার রোধে ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এর ছুটিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে ঈদুল ফিতরের ছুটি পড়ায় প্রাথমিক বিদ্যালয় আগামী ৬ জুন পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) জাগো নিউজকে তিনি বলেন, আমাদের শিক্ষাপঞ্জি অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান ২৪ এপ্রিল থেকে ৬ জুন পর্যন্ত রমজান ও ঈদের বন্ধ রয়েছে। ইতিমধ্যে যেহেতু ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে সেহেতু রমজান ও ঈদের ছুটি শেষে সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা হবে।

তবে আমাদের যেহেতু গত ১৮ মার্চ থেকে প্রতিষ্ঠান বন্ধ সেহেতু এ ক্ষতি পুষিয়ে নিতে যেকোনো সময় প্রতিষ্ঠান খোলার চিন্তা করছি। কিন্তু পুরো বিষয়টি নির্ভর করছে পরিস্থিতির উপর।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে গত ১৮ মার্চ থেকে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে। প্রাথমিকের প্রথম সাময়িক পরীক্ষাও নেয়া সম্ভব হয়নি।

এমএইচএম/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।