রোববার থেকে সংসদ টিভিতে কারিগরির ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:১৯ এএম, ১৯ এপ্রিল ২০২০

প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এ অবস্থায় শিক্ষার্থীদের পড়শোনায় যাতে বিঘ্ন না ঘটে সে জন্য কারিগরি শিক্ষার্থীদেরও সংসদ টেলিভিশনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটা থেকে এ ক্লাস শুরু হবে। কারিগরি শিক্ষা অধিদফতরের মহাপরিচালক মো. সানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের পাঠদানের ধারাবাহিকতা রক্ষার জন্য সংসদ টেলিভিশনে বিষয়ভিত্তিক ক্লাসগুলো অনলাইনে পরিচালনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার থেকে শুরু হবে এ ক্লাস। এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পর্যায়ের সব শিক্ষার্থীদের ধারাবাহিকভাবে ক্লাস নেয়া হবে। ইতোমধ্যে রুটিন প্রকাশ করা হয়েছে।

jagonews24

সানোয়ার হোসেন বলেন, প্রতিদিন শিক্ষার্থীদের জন্য হোম ওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ন করে নম্বর দেয়া হবে।

jagonews24

এমএইচএম/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।