জ্বালানি সহায়তায় আগ্রহী রাশিয়া


প্রকাশিত: ১১:৩৩ এএম, ১৪ অক্টোবর ২০১৫

দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উন্নয়নে সহায়তা দেয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। বুধবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূত অ্যালেকজান্ডার এ লিকোলেভ সাক্ষাৎ করে এমন আগ্রহের কথা বলেন।
 
সাক্ষাৎকালে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের  জ্বালানি  খাতে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে রাশিয়া খুবই আগ্রহী। এ সময় তিনি রাশিয়ার জ্বালানি মন্ত্রী অ্যালেকজান্ডার নোভাকের একটি পত্র প্রতিমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।এতে পারস্পরিক সম্মতির ভিত্তিতে জ্বালানি  খাতের বিভিন্ন ক্ষেত্রে  সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আলোচনা ত্বরান্তিত করতে পত্রে, একটি প্রতিনিধি দল প্রেরণেরও অনুরোধ জানানো হয়েছে।

সাক্ষাতে পারস্পারিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ছাড়াও গ্যাস অনুসন্ধান ও উত্তোলন, প্রশিক্ষণ, হাইড্রোকার্বন ইউনিট, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।  

প্রতিমন্ত্রী নসরুল হামিদ মানব সম্পদ উন্নয়নে রাশিয়ার সহযোগিতা কামনা করেন। তিনি পেট্রোলিয়াম ইনিস্টিটিউটকে আধুনিক ও যুগোপযোগী করার যে উদ্যোগ গ্রহণ করেছেন, তা আরো ত্বরান্বিত করতে রাশিয়ার সহায়তা চান। পরে প্রতিমন্ত্রী যৌথ বিনিয়োগে একটি প্রশিক্ষণ ইনিস্টিটিউট স্থাপনে রাষ্ট্রদূতের মাধ্যমে রাশিয়াকে অনুরোধ জানান।

এএসএস/ এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।