অনার্স প্রথম বর্ষের ফল প্রকাশ


প্রকাশিত: ১২:৩৫ পিএম, ১২ অক্টোবর ২০১৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার এ ফলাফল প্রকাশ করা হয়।

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের ৩০টি অনার্স বিষয়ে ৫৫৭টি কলেজের ১৯৭টি কেন্দ্রের মাধ্যমে মোট এক লাখ ৮০ হাজার ৫১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে এক লাখ ৬২ হাজার ৭৫৬ জন ২য় বর্ষে উত্তীর্ণ হয়। উত্তীর্ণের হার শতকরা ৯০ ভাগ।

উল্লেখ্য, বিএসসি কোর্সের কিছু সংখ্যক পরীক্ষার্থীর ব্যবহারিক নম্বর না পাওয়ায় তাদের ফল স্থগিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট কলেজ থেকে অনলাইনে নম্বর পাওয়া গেলে এসব পরীক্ষার্থীর ফল প্রকাশ করা হবে। সোমবার বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।