এবার পিএসসির সব পরীক্ষা স্থগিত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:২৫ পিএম, ১৬ মার্চ ২০২০

করোনাভাইরাস সংক্রমণের আতঙ্কে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

সোমবার পিএসসির জনসংযোগ কর্মকর্তা ইশরাত শারমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পিএসসির আগামী ১৮-৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে ইতোমধ্যে গৃহীত পরীক্ষার ফল প্রকাশ অব্যাহত থাকবে। স্থগিত সব পরীক্ষার তারিখ ও বিস্তারিত পরে কমিশনের ওয়েবসাইটে এবং জাতীয় পত্রিকার মাধ্যমে জানানো হবে।

জানা গেছে, চলতি সপ্তাহ থেকে নন-ক্যাডারের বিভিন্ন পদে লিখিত ও মৌখিক পরীক্ষা হওয়ার কথা ছিল। বর্তমানে সারাদেশে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার আশঙ্কা তৈরি হওয়ায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে এসব পরীক্ষা আয়োজন করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। পরে সভা করে স্থগিত পরীক্ষার সময় নির্ধারণ করা হবে।

এমএইচএম/জেএইচ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।